Site icon Jamuna Television

চার মাস পর আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

ফাইল ছবি

চার মাস বিরতির পর আর্জেন্টিনা দলে ফিরছেন লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য তাকে রেখে ৩৩ সদস্যের দল ঘোষণা করেছে আলবিসেলেস্তারা।

জাতীয় দলের জার্সিতে সবশেষ ২০২১ সালের নভেম্বরে খেলেছিলেন মেসি। এরপর করোনায় আক্রান্ত হন তিনি। অবশ্য করোনামুক্ত হলেও জানুয়ারিতে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচে খেলেননি তিনি। সেবার ক্লাবের সঙ্গে মানিয়ে নিতে মেসিকে ছাড়াই দল ঘোষণা করেছিলেন কোচ লিওনেল স্কালোনি।

আগামী ২৬ ও ৩০ মার্চ বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর্জেন্টিনার ৪৪ সদস্যের দলে এবার নেয়া হয়েছে বেশকিছু তরুণ মুখ। যারমধ্যে অন্যতম ১৭ বছর বয়সী আলেহান্দ্রো গারেঞ্চো।

/এসএইচ

Exit mobile version