Site icon Jamuna Television

রাজবাড়ী‌র কালুখালী‌তে বাস চাপায় পথচারী নিহত

ছবি: সংগৃহীত

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কের কালুখালী‌তে রাস্তা পারাপা‌রের সময় দ্রুত গ‌তির জামান প‌রিহ‌নের এসি বাস চাপায় ন‌গেন্দ্রনাথ প্রা‌মা‌নিক (৬২) না‌মে এক পথচারীর মৃত্যু হ‌য়ে‌ছে।

শ‌নিবার (১৯ মার্চ) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে উপ‌জেলার মদাপুর ইউপির গ‌রিয়ানা কালী‌মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। নিহত ন‌গেন্দ্রনাথ ওই এলাকার উপেন্দ্রনাথ প্রামানিকের ছে‌লে।

হ‌রেন্দ্রনাথ প্রামা‌নিক জানান, তারা ভাই মাঠ থে‌কে মটর কলাই‌য়ের বোঝা নি‌য়ে বাড়ির উদ্দেশে রওনা হয়। ওই সময় কালী‌মোড় এলাকার রাস্তা পার সময় এক‌টি বাস তা‌কে চাপা দেয়। প‌ড়ে তা‌কে উদ্ধার করে রাজবাড়ী সদ‌র হাসপাতা‌লে আনা হ‌লে চি‌কিৎসকরা মৃত ঘোষণা ক‌রে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নুরুন্নাহার কনা জানান, ওই ব্যক্তি‌কে মৃত অবস্থায় হাসপাতা‌লে আনা হ‌য়ে‌ছে।

পাংশা হাইও‌য়ে থানার এসআই সালাহউ‌দ্দিন মোল্লা জানান, (রাজবাড়ী-ব ১১০০৭৫) জামান প‌রিহ‌নের এক‌টি এ‌সি বাস ওই ব্যক্তিকে চাপা দেয়। পরবর্তী‌তে হাসপাতা‌লে আনা হ‌লে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা ক‌রেন। ঘাতক বাস‌টি আটক করা হলেও চালক পালি‌য়ে গেছে।
আরও পড়ুন: ফেসবুক লাইভে যুবকের আত্মহত্যা; স্ত্রী, শ্বশুর, শ্যালিকা ও ভায়রা গ্রেফতার
ইউএইচ/

Exit mobile version