
উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-বাবা ও মামাসহ বখাটেদের হামলার শিকার হয়েছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে নাটোরের নলডাঙ্গা উপজেলার মির্জাপুর দিঘা গ্রামে। হামলার ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার। তবে এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।
সম্প্রতি বাবার বাড়ি মির্জাপুর দিঘায় যান এক তরুণী। শুক্রবার সন্ধ্যায় পরিবারের অনুজদের নিয়ে বাড়ির সামনেই গল্প করছিলেন তিনি। এ সময় পাশের গ্রামের বাবু, আমান, স্বাধীনসহ কয়েকজন বখাটে তাদেরকে উত্ত্যক্ত করতে থাকে। প্রতিবাদ করায় মেয়েটির বাবার ওপর হামলা চালায় বখাটেরা। রক্ষা করার জন্য মেয়েটির মা ও মামা এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয়। বখাটেদের সাথে অংশ নেয় পাশে অবস্থান করা আরও কয়েকজন। পরে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা।
এ ঘটনায় নলডাঙ্গা থানায় অভিযোগ করেন মেয়েটির বাবা। এলাকার বখাটে হিসেবে চিহ্নিত ঐ উত্ত্যক্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী স্থানীয়দের।
নাটোরের নলডাঙ্গা থানা থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে অভিযান শুরু করেছেন তারা। তবে গা ঢাকা দিয়েছে বখাটেরা। খুব শিগগিরই তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও জানালেন এই পুলিশ কর্মকর্তা।
/এডব্লিউ



Leave a reply