Site icon Jamuna Television

৩০০ গরু ও ২০০ ষাঁড় যৌতুক নিলেন তরুণী!

ফাইল ছবি।

যৌতুক একটি অভিশাপ। বেসিরভাগ ক্ষেত্রেই বরকে যৌতুক নিতে দেখা যায়। কিন্তু এমন দেশ আছে যেখানে বিয়ে করতে হলে যৌতুক নেয় কনে। এমন রীতির প্রচলন রয়েছে দক্ষিণ সুদানে।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক তরুণীকে বিয়ে করতে দক্ষিণ সুদানের এক ব্যক্তি বিপুল পরিমাণ যৌতুক দেয়। যৌতুকের সেই তালিকায় রয়েছ ৩০০ গরু ও ২০০ ষাঁড়।

এই বিপুল পরিমাণ যৌতুক নিয়ে বিয়ে করেছে আশুল ওয়াল নামে ওই তরুণী। গৃহযুদ্ধে জর্জরিত দারিদ্র্য পীড়িত দেশটিতে এত বিপুল পরিমাণ যৌতুক দিয়ে বিয়ের ঘটনা এটাই প্রথম। এটি রেকর্ড ভেঙেছে বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে নিয়ালং নামের এক তরুণীও বিপুল পরিমাণ যৌতুক নিয়ে বিয়ে করেছিলেন। তিনি বিয়ের সময় যৌতুক হিসেবে ১০০ গরু এবং একটি সিক্স-সিলিন্ডার গাড়ি নিয়েছিলেন।

প্রসঙ্গত, দক্ষিণ সুদানিদের বিয়ে চূড়ান্ত করার জন্য বেশ কয়েকটি গরুর যৌতুকসহ অন্য কিছু আচার ও ঐতিহ্য পালন করতে হয়। দিনা এবং নেউরের মতো প্রধান উপজাতি গ্রুপগুলো এখনো এই নিয়ম মেনে চলে।

আরও পড়ুন-ছবিটি নারী না পুরুষের? আপনার উত্তরই বলে দেবে আপনি কেমন মানুষ!
এনবি/

Exit mobile version