Site icon Jamuna Television

ইউক্রেনের পতাকা-রঙা পোশাকে মহাকাশ স্টেশনে হাজির রুশ নভোচারী

ছবি: সংগৃহীত

ইউক্রেনের পতাকার রঙে পোশাক পরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে হাজির হয়েছেন তিন রুশ নভোচারী। ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদস্বরূপ নিজেদের অবস্থান পরিষ্কার করেছে নভোচারীরা, এমনটাই ধারণা করা হয়েছে বিবিসিতে প্রকাশিত খবরে।

ইউক্রেনে গত মাসে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম মহাকাশচারী হিসেবে পৌঁছালেন এই তিন রুশ। মহাকাশ স্টেশনে তাদের সাদরে অভ্যর্থনা জানান আমেরিকান, রুশ এবং জার্মান সহকর্মীরা। কাজাখস্তান থেকে যাত্রা করে তিন ঘণ্টা সময় লাগিয়ে মহাকাশ স্টেশনে পৌঁছান তিন রুশ নভোচারী ডেনিস মাতভেইয়েভ, ওলেগ আরতেমিয়েভ এবং সের্গেই করসাকভ। সে সময় রুশ কন্ট্রোলার থেকে নভোচারীদের অভিনন্দন জানানো বার্তা শুনতে পাওয়া যায়।

ছবি: সংগৃহীত

এর কয়েক ঘণ্টা পর মহাকাশ স্টেশনে প্রবেশ করেন একে একে তিন হাস্যোজ্জ্বল মুখ। তাদের পরনে থাকা স্পেসস্যুটের রং ইউক্রেনের পতাকার মতো গাঢ় হলুদ ও নীল। মহাকাশ স্টেশন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ওলেগ আরতেমিয়েভ বলেন, এটা আমাদের জন্য ছিল রং বেছে নেয়ার পালা।

নাসা, আমেরিকান স্পেস এজেন্সি ও রুশ স্পেস এজেন্সি সরাসরি এই ঘটনাটি সম্প্রচার করেছে।

আরও পড়ুন: ‘মারিওপোলকে নরক বানিয়ে ফেলেছে চেচেনরা’

এম ই/

Exit mobile version