Site icon Jamuna Television

‘মার্কিন আন্ডার সেক্রেটারির সাথে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে’

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি।

সফররত মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে র‍্যাবের উপর নিষেধাজ্ঞা ইস্যুতে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এই সফর দু’দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন ড. এ কে আব্দুল মোমেন। এর আগে বিকেলে ৩ দিনের সফরে ঢাকায় পৌঁছান মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত মিয়ানমারে কাজ করা যাতে প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত হয়। তারা খেয়াল রাখে শুধু বাংলাদেশে। তারা বাংলাদেশের নামে টাকা আনে। এখানে খরচ করে কিন্তু, রাখাইনে করে না। রাখাইন নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। তাদের মূল ফোকাস হওয়া উচিত রাখাইন।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার চলমান মামলায় অর্থ সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব, কানাডা ও নেদারল্যান্ডস।

আরও পড়ুন: ঢাকায় পৌঁছেছেন মার্কিন আন্ডার সেক্রেটারি নুল্যান্ড

এম ই/

Exit mobile version