Site icon Jamuna Television

জোহানেসবার্গে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ।

জোহানেসবার্গে দ্বিতীয় ম‍্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ। প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার নায়ক স্পিডস্টার তাসকিন আহমেদ জানালেন এই প্রত্যয়ের কথা।

রোববার (২০ মার্চ) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দ্বিতীয় ম‍্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তামিম ইকবালের দল। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই ম‍্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে চায় সফরকারীরা।

ম‍্যাচ ভেন‍্যুতে শনিবার অনুশীলন না করলেও ১৪ ও ১৫ মার্চ এই ভেন‍্যুতে অনুশীলনের অভিজ্ঞতা রয়েছে টাইগারদের। যথারীতি উইনিং কম্বিনেশন পরিবর্তনের সম্ভাবনা নেই। দ্বিতীয় ম‍্যাচটি ইতোমধ্যে পিংক ডে’র তকমা পেয়েছে। ব্রেস্ট ক‍্যান্সারের সচেতনতা বাড়ানোর এই আয়োজনে গোলাপি জার্সি পরে মাঠে নামবে প্রোটিয়ারা।

দুর্দান্ত বোলিংয়ে জয়ের অন্যতম নায়ক তাসকিন আহমেদ।

ওয়ান্ডারার্সে এর আগে প্রস্তুতি ম্যাচ খেলা তাসকিন এই ভেন্যুর উইকেট সম্পর্কে বলেন, প্র্যাকটিসের উইকেট ছিল কিছুটা স্লো। তবে ম্যাচের উইকেট কেমন হবে তা আগেই বলা যাবে না। কাল খেলা শুরু হলেই পরিষ্কার হবে যে, উইকেট কেমন আচরণ করছে। পরিস্থিতি অনুযায়ী উইকেট ভালোভাবে পড়ে বোলিংয়ের পরিকল্পনা গোছাতে হবে।

তাসকিন আহমেদের কাছে জানতে চাওয়া হয়েছিল, এবার সিরিজ জয়ের স্বপ্ন দেখতে পারে কিনা বাংলাদেশ। তাসকিনের উত্তর, অবশ্যই। আমরা আগেও এখানে খেলতে এসেছি। জিতিনি কিন্তু লক্ষ্য সিরিজ জয়ই ছিল। এবার প্রথম ম্যাচ জেতায় সবার অবশ্যই লক্ষ্য সিরিজ জয় করা।

আরও পড়ুন: পেসারদের গতি আর পারফরম্যান্সে মুগ্ধ হাবিবুল বাশার

এম ই/

Exit mobile version