Site icon Jamuna Television

ইপিএলে জয়ে ফিরেছে আর্সেনাল

অ্যাস্টন ভিলাকে তাদের মাঠে হারিয়ে লিগে এক ম্যাচ পর আবারও জয়ের দেখা পেয়েছে আর্সেনাল। শনিবার রাতে ইপিএলে দিনের একমাত্র ম্যাচে গানারদের জয় ১-০ গোলে।

বার্মিংহামের ভিলা পার্কে স্বাগতিকদের বিরুদ্ধে শুরু থেকেই একের পর এক আক্রমণ করে আর্সেনাল। ম্যাচের ৩০ মিনিটে ডি বক্সের মধ্যে জটলা থেকে সাকার গোলে লিড নিয়ে বিরতিতে যায় দলটি।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করেও সফল হয়নি অ্যাস্টন ভিলা। পাশাপাশি সাকা-লাকাজেটরা একাধিক গোলের সুযোগ নষ্ট করায় ব্যবধান বাড়ানো হয়নি গানারদেরও। শেষ পর্যন্ত এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। ২৮ ম্যাচে শেষে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান মিকেল আর্টেটার শিষ্যদের।
/এমএন

Exit mobile version