Site icon Jamuna Television

ইউক্রেনে প্রতি আট জনে একজন বাস্তুচ্যুত: ইউএনএইচসিআর

ছবি: সংগৃহীত।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ইউক্রেনে প্রতি আট জনের মধ্যে একজন বাস্তুচ্যুত। তিন সপ্তাহে ঘরবাড়ি হারানো মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৫০ লাখ। গতকাল শনিবার (১৯ মার্চ) এ তথ্য জানায় সংস্থাটি।

ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুকের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত দেশটির পশ্চিম সীমান্ত দিয়ে পার হয়েছে কমপক্ষে ৩৩ লাখ শরণার্থী। এছাড়া দেশটির অভ্যন্তরে বাস্তুচ্যুত আরও অন্তত ২০ লাখ মানুষ।

অন্যদিকে পোল্যান্ডের বর্ডার গার্ড জানিয়েছে, রুশ হামলা শুরুর পর দেশটিতে প্রবেশ করেছে ২০ লাখের বেশি শরণার্থী। শনিবারও ইউক্রেনের বিভিন্ন শহর থেকে সরিয়ে নেয়া হয়েছে ৬ হাজার ৬০০ এর বেশি মানুষ। এছাড়া মারিওপোল থেকে সরানো হয়েছে আরও ৪ হাজারের বেশি মানুষকে।

মাত্র তিন সপ্তাহ হলো রুশ-ইউক্রেন সংঘাতের। এরইমধ্যে ৫০ লাখের বেশি মানুষকে ঘরবাড়ি ছাড়তে হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, প্রতিদিনই এ সংখ্যা বাড়ছে। কবে এসব শরণার্থীরা দেশে ফিরবে, আদৌ ফিরতে পারবে কিনা স্পষ্ট কেউ জানে না।

/এমএন

Exit mobile version