Site icon Jamuna Television

নওগাঁয় পেট্রোল সংকট

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় অধিকাংশ ফিলিং স্টেশনে জ্বালানী তেল পেট্রোল পাওয়া যাচ্ছে না। দুই একটিতে স্টেশনে মিললেও পেট্রোলের সাথে অকটেনের মজুতও ফুরিয়ে আসছে বলে দাবি করছেন স্টেশন মালিকরা।

রোববার (২০ মার্চ) সকালে জেলা শহরের কয়েকটি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, সেখানে মোটরসাইকেল নিয়ে অনেকেই পেট্রোল নিতে আসছেন। কিন্তু ফিলিং স্টেশন থেকে জানিয়ে দেয়া হচ্ছে পাম্পে পেট্রোল তেল নেই। প্রয়োজনে অকটেন নেয়া যাবে।

পেট্রোল না পেয়ে অনেক গ্রাহক ফিরে যাচ্ছেন। আবার অনেকে বেশি দরে অকটেন কিনতে বাধ্য হচ্ছেন। সবচেয়ে বেশী ভোগান্তিতে পড়েছেন পেট্রোল চালিত মোটরসাইকেল, জেনারেটর, কার-মাইক্রোবাস ব্যবহারকারীরা। সংকট তৈরির পেছনে ব্যবসায়ীদের বিরুদ্ধে মজুদদারির অভিযোগ করেছেন জ্বালানী ব্যবহারকারীরা।

পেট্রোল না পেয়ে অনেক মোটরসাইকেল আরোহীকে অকটেন তেল নিতে দেখা গেছে। কিন্তু যাদের মোটরসাইকেলে অকটেন ব্যবহার করেন না, তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

এদিকে ফিলিং স্টেশন মালিকরা বলছেন, ডিপো থেকে চাহিদার বিপরীতে সরবরাহ না থাকায় এ সংকট তৈরি হয়েছে।

ইউএইচ/

Exit mobile version