Site icon Jamuna Television

নাকের দু’পাশে চশমার ফ্রেমের দাগ? তুলে ফেলুন ঘরোয়া উপায়ে

ছবি: সংগৃহীত

চোখ খারাপ হলে চশমা পরা ছাড়া উপায় নেই। চশমা এমনই অপরিহার্য যে একবার পরতে শুরু করলে সে অভ্যাস ছেড়ে দেয়ার প্রশ্নই ওঠে না, বিশেষ করে মাইনাস পাওয়ারের ক্ষেত্রে। কিন্তু চশমা পরার একাধিক পার্শ্বপ্রতিক্রিয়াও আছে। অনেক দিন ধরে চশমা পরলে নাকের দু’পাশে দাগ হয়ে যায়। চলুন জেনে নেয়া যাক কীভাবে এই দাগ তুলে ফেলবেন-

চশমার ফ্রেম থেকে নাকের দু’পাশে দাগ হয়ে গেলে অ্যালোভেরা জেল মালিশ করুন। রাতে ঘুমনোর আগে ওই অংশে ১০ মিনিট ধরে মালিশ করুন। সকালে মুখ ধুয়ে নিন। অ্যালোভেরার অ্যান্টি এজিং ট্রিটমেন্ট ত্বকের ওপর চশমার দাগ ম্লান করে দেয়।

নাকের দু’পাশে চশমার দাগের ওপর শসার রস বা শসার পেস্ট লাগাতে পারেন। এই মিশ্রণও ১০ মিনিট রেখে ধুয়ে নিন। এর ফলে ত্বকে একটা সুদিং এফেক্ট পড়ে। শসার ভিটামিন কে চশমার দাগ হাল্কা করে তোলে।

এছাড়া চশমার দাগ তোলার জন্য লেবুর রস, গোলাপজল, মধু, আমন্ড অয়েল, কমলালেবুর খোসার রস, টমেটোর রস, অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন। এই উপকরণগুলি দিয়েও ১০ মিনিট মালিশ করে ধুয়ে ফেলতে হবে।
আরও পড়ুন: শরীরে যে উপাদানের অভাব হলেই কেড়ে নেয় রাতের ঘুম!
ইউএইচ/

Exit mobile version