Site icon Jamuna Television

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের দ্বিতীয় জানাজা সম্পন্ন

সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় ঈদগাহ ময়দানে হয় জানাজার নামাজ।

এরপর রাষ্ট্রপতির পক্ষে সাহাবুদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব। এছাড়া প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, আওয়ামী লীগ ও বিএনপি নেতৃবৃন্দ শ্রদ্ধাজ্ঞাপন করেন। বনানী কবরস্থানে দাফন করা হবে সাহাবুদ্দীন আহমদকে।

গতকাল শনিবার সকালে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে শনিবার বিকেলে তার গ্রামের বাড়ি নেত্রকোণার কেন্দুয়ায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ ফিরিয়ে আনা হয় ঢাকায়।

/এমএন

Exit mobile version