Site icon Jamuna Television

১৫০০ সংবাদমাধ্যম ব্লক করেছে ইউক্রেন

অন্তত ১৫০০ সংবাদমাধ্যম ব্লক করেছে ইউক্রেন। রুশ প্রোপাগাণ্ডা ছড়ানোর দায়ে এসব সংবাদমাধ্যম ব্লক করেছে দেশটি। ইউক্রেনের পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা ইন্টারফেক্স ইউক্রেন।

ইউক্রেনের জাতীয় পুলিশ বিভাগ জানিয়েছে, রুশ আগ্রাসন শুরুর পর থেকেই নজরদারিতে ছিল ব্লক হওয়া গণমাধ্যমগুলো। বন্ধ করে দেয়া সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল বা অনলাইন মাধ্যমগুলোর গ্রাহক ছিলেন কমপক্ষে দেড় কোটি মানুষ।

পুলিশের দাবি, ৩ হাজার ১৭৮টি খবর চিহ্নিত করা হয়েছে, যেগুলো যুদ্ধাপরাধকে ন্যায্যতা দিয়েছে। তাছাড়া, গোপন করেছে বেসামরিক ইউক্রেনিয়ানদের মৃত্যুর তথ্য। মূলত সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম ব্যবহারকারী এবং গোয়েন্দাদের অভিযোগের ভিত্তিতেই নেয়া হয়েছে এ পদক্ষেপ, জানায় পুলিশ।

/এমএন

Exit mobile version