Site icon Jamuna Television

মাদরাসা থেকে নিখোঁজের ছয়দিন পর মুন্সিগঞ্জে ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিহত মাদরাসা ছাত্রের স্বজনদের আহাজারি।

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের শ্রীনগরে নিখোঁজের ৬দিন পর মাদরাসা ছাত্র রাকিব হাসানের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাকিব হাসাড়া ইউনিয়নের লস্করপুর চকরবাড়ি গ্রামের মোশারফ হাসেনের ছেলে। এর আগে গত মঙ্গলবার (১৫ মার্চ) স্থানীয় লস্করপুর আজিজিয়া দারুল উলুম মাদরাসা থেকে নিখোঁজ হয় হাফেজ বিভাগের এই ছাত্র।

রোববার (২০ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার কেয়াটখালী এলাকায় নিমার্ণাধীন রেললাইনের পাশের একটি ঘাসক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাকিবের মামী মদিনা বেগম জানান, রাকিব ও তার ছোট ভাই তাদের বাড়ি সংলগ্ন মাদরাসায় পড়াশোনা করতো। ১৫ মার্চ সকাল ৮টার দিকে তারা বাড়ি থেকে মাদ্রাসায় যায়। দুপুরে রাকিবের ছোট ভাই মাদ্রাসায় গিয়ে জানতে পারেন রাকিব সেখানে নেই। খ

এসময় মাইকিং করার প্রস্তুতি নিলে মাদ্রাসার প্রিন্সিপাল প্রতিষ্ঠানের সন্মানহানির দোহাই দিয়ে মাইকিং করতে নিষেধ করেন। এরপর রাকিবের বাবা-মা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে শ্রীনগর থানায় এসে ঐদিন রাতেই সাধারণ ডাইরি করেন। তবে রোববার সকালে কেয়াটখালী এলাকায় অর্ধগলিত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে শ্রীনগর থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

শ্রীনগর থানার এসআই আপন মজুমদার বলেন, মাদ্রাসায় পরিহিত পাঞ্জাবী দেখে রাকিবের স্বজনরা লাশ শনাক্ত করেছেন। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। শ্রীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।

এসজেড/

Exit mobile version