Site icon Jamuna Television

বিচিত্র ও বিরল প্রজাতির মাছের আড়ত চট্টগ্রামের ফিশারিঘাটে

চট্টগ্রাসের ফিশারিঘাটে বিভিন্ন প্রজাতির মাছ।

বিচিত্র আর বিরল প্রজাতির সব মাছের দেখা মেলে চট্টগ্রামে। কিছু মাছ ওজনে বিশালাকারের, নামেও অপরিচিত। তবে চাহিদা প্রচুর, রফতানি হয় বিদেশেও। সামুদ্রিক এসব মাছের মূল বাজার ফিশারিঘাটে। সব মৌসুমেই সরগরম এ বাজার। নিলামে বিক্রির পর এখান থেকে মাছ যায় সারাদেশে।

ভোরের আলো ফোটার আগ থেকেই হাঁক ডাকে মূখর চট্টগ্রামের ফিশারিঘাট। দেশের মধ্যে সামুদ্রিক মাছের সবচেয়ে বেশি আড়ত এখানে। প্রতিদিন পাওয়া যায় অন্তত প্রায় ৪০ ধরনের সামুদ্রিক আর ৩০ ধরনের দেশীয় প্রজাতির মাছ। কখনও কখনও ধরা পড়ে কয়েকশো কেজি ওজনের বিশাল আকৃতির মাছও।

ফিশারিঘাটে মূলত মাছ বিক্রি হয় নিলামের মাধ্যমে। চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আসেন ব্যবসায়ীরা। বেশ কিছু দিন ধরে সরবরাহ স্বল্পতা, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিসহ নানা অজুহাতে মাছের দাম চড়া। ফিশারি ঘাটে প্রায় ২০০ আড়তে মাছ আহরণ, পরিবহণ ও বিক্রির সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত লক্ষাধিক মানুষ। মৌসুম ভেদে দিনে গড়ে ৫ কোটি থেকে ৩০ কোটি টাকা পর্যন্ত বেচাকেনা হয়।

এসজেড/

Exit mobile version