
পারনেলের বলে এলবিডব্লিউ হচ্ছেন মুশফিকুর রহিম।
প্রোটিয়া পেসারদের তোপে নাকাল হচ্ছে বাংলাদেশ। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৩৪ রান তুলতেই সাজঘরে ফিরে গেছে বাংলাদেশ ব্যাটিং লাইন আপের অর্ধেক। স্বীকৃত ব্যাটাররা সামলাতে পারছেন না ওয়ান্ডারার্সের বাড়তি বাউন্স।
জন্মদিনটা স্মরণীয় করে রাখতে পারলেন না টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ব্যাডপ্যাচকে দীর্ঘায়িত করে লুঙ্গি এনগিডির বলে মাত্র ১ রান করেই আউট হন এই বাঁহাতি ওপেনার। সাকিব আল হাসানও পারেননি ব্যাট হাতে গত ম্যাচের বীরত্বের পুনরাবৃত্তি ঘটাতে। কাগিসো রাবাদার বলে আউট হয়ে ফিরেছেন তিনি রানের খাতা খোলার আগেই।
মূলত এই দুই উইকেটের পতনেই যেন ম্যাচে নিজেদের সুর খুঁজে পায় প্রোটিয়ারা। ওয়ান্ডারার্সের বাউন্সি উইকেটকে কাজে লাগিয়ে এরপর রাবাদা তুলে নিয়েছেন ইনফর্ম লিটন দাস এবং ইয়াসির আলিকে। দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন কেবল লিটন ও মুশফিকুর রহিম। দলে ফেরা বর্ষীয়ান প্রোটিয়া পেসার ওয়েইন পারনেলের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে ১২ রান করে দলকে আরও বিপর্যয়ের মুখে ফেলে প্যাভিলিয়নে ফেরেন মিস্টার ডিপেন্ডেবল। রাবাদা ৩টি এবং এনগিডি ও পারনেল নিয়েছেন ১টি করে উইকেট।
ক্রিজে এখন ইনিংস মেরামতের দায়িত্বে আছেন মাহমুদউল্লাহ ও আফিফ হোসেন। প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ১৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৪৭ রান।
এম ই/



Leave a reply