
ফাইল ছবি।
নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঞ্চল্যকর শিশু ইমন হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে আরও ২ আসামিকে। এই মামলায় খালাস পেয়েছেন ৪ জন।
রোববার (২০ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- নাহিদ হাসান, আহমেদ হোসেন, সিরাজ ও সেন্টু। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে সালমা বেগম ও হোসনে আরাকে। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে নাহিদ ও সালমা কারাগারে আছে।
মামলায় বলা হয়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৩ সালের ইমনকে ধরে নিয়ে যায় আসামিরা। ৬ দিন পর পরিত্যক্ত একটি জায়গায় শিশুটির ৯ টুকরো মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের বাবা এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করেন।
এসজেড/



Leave a reply