লা লিগার শিরোপার জন্য নয়, শুধু মাত্র ৩ পয়েন্টের জন্য আজ রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে মর্যাদার এল ক্ল্যাসিকোতে লড়বে বার্সেলোনা। এমনটিই জানিয়েছেন কাতালান কোচ জাভি হার্নান্দেজ। এদিকে, দুর্দান্ত ফর্মে থাকা বেনজেমাকে ছাড়াই চিরপ্রতিদ্বন্দিদের স্বাগত জানাতে প্রস্তুত লস ব্ল্যাঙ্কোস বলে জানান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। বাংলাদেশ সময় রাত ২টায় সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হবে চলতি বছরের ২য় এল ক্ল্যাসিকো।
লিগে দারুণভাবে ফিরে এসেছে বার্সেলোনা। তবে এল ক্ল্যাসিকো সব সময়ই মর্যাদার লড়াই, যেখানে শেষ পাঁচবারের দেখায় জয় পায়নি বার্সেলোনা। কোচ জাভি হার্নান্দেজ বলেন, তারা গোটা ম্যাচেই আমাদের উপর চাপ তৈরি করে খেলবে । কিন্তু বরাবরের মতোই বার্সা মাথা ঠান্ডা রেখে ম্যাচে এগিয়ে যাবে। আমার অভিজ্ঞতা বলে, শক্তি কম হলেও ম্যাচে সঠিক সময়ে নিজেদের সেরাটা দিতে পারলে জয় নিয়ে ফেরা সম্ভব। শিরোপা না, আমার লক্ষ্য তিন পয়েন্ট।
অন্যদিকে, লিগ টপার রিয়াল মাদ্রিদ আছে বেশ ফুরফুরে মেজাজে। দারুণ ফর্মে থাকা করিম বেনজেমাকে পাচ্ছে না লস ব্ল্যাঙ্কোসরা। কোচ কার্লো আনচেলত্তি বলেন, বেনজেমা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ফুটবলার। তাকে ছাড়া কোনো ম্যাচ খেলতে হলে আমাদের আলাদা পরিকল্পনা করতে হয়। তবে আমি মনে করি, এই ম্যাচে জয় পেতে কোনো সমস্যা হবে না। তাকে ছাড়াও রিয়ালের বার্সাকে হারানোর ক্ষমতা আছে।
আরও পড়ুন: রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা
এম ই/

