Site icon Jamuna Television

আফিফের হাফ সেঞ্চুরি, এবার মিরাজের সাথে পঞ্চাশোর্ধ্ব জুটি

হাফ সেঞ্চুরির পর আফিফ হোসেন।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে বাংলাদেশকে লজ্জার হাত থেকে বাঁচিয়ে চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে এগিয়ে নিচ্ছেন আফিফ হোসেন। হাফ সেঞ্চুরি করার সাথে সাথে মাহমুদউল্লাহর সাথে পঞ্চাশোর্ধ্ব জুটির গড়েন তিনি। এরপর মেহেদি মিরাজের সাথেও দারুণ জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই তরুণ মিডল অর্ডার ব্যাটার।

এর আগে, ৩৪ রানে ৫ উইকেট হারানোর পর আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদের পঞ্চাশোর্ধ্ব জুটিতে ঘুরে দাঁড়ানোর পথে ছিল বাংলাদেশ। কিন্তু প্রোটিয়া চায়নাম্যান তাবরাইজ শামসির সাজানো ফাঁদে পা দিয়ে সাজঘরে ফিরে গেছেন মাহমুদউল্লাহ। এরপর আফিফের সাথে জুটি গড়তে ক্রিজে আসেন মেহেদি মিরাজ। এই দুজনের জুটিতে এখন পর্যন্ত এসেছে ৮৬ রান। দুর্দান্ত খেলে আফিফ অপরাজিত আছেন ৭২ রান নিয়ে। মেহেদি মিরাজের রান ৩৮।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে কাগিসো রাবাদার তোপে মাত্র ৩৪ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। রাবাদা ৩টি এবং এনগিডি, পারনেল ও শামসি নিয়েছেন ১টি করে উইকেট। প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৫ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান।

এম ই/

Exit mobile version