Site icon Jamuna Television

কক্সবাজার সৈকতে ভেসে এসেছে বিপুল পরিমাণ মৃত মাছ, মারা গেছে ডলফিনও

মৃত মাছ ও ডলফিন।

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে বিপুল পরিমাণ মৃত মাছ ভেসে এসেছে। শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় ভাটার সময় এসব মৃত ভেসে আসে বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, কলাতলী সৈকতের আধা কিলোমিটার এলাকাজুড়ে ভেসে আসা ছোট আকৃতির এসব মাছ স্থানীয়দের কাছে ‘চামিলা’ হিসেবে পরিচিত। তবে এই মাছের বাংলায় শুদ্ধ নাম ও বৈজ্ঞানিক নাম সম্পর্কে কেউ নিশ্চিত করতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পরে জোয়ার শুরু হলে মৃত মাছগুলোর বেশির ভাগই সাগরে চলে যায়। তবে স্থানীয়দের ধারণা, ভাটার সময় আবারও মাছগুলো ভেসে আসতে পারে।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তা আবু সাইদ মো. শরীফ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয়দের সাথে কথা বলে মনে হচ্ছে সাগরে কোনো ধরনের পরিবেশ দূষণ হয়নি। কারণ তেমনটি হলে মাছের সাথে অন্যান্য সামুদ্রিক পোকা মাকড়রাও মারা যেতো। তবে মাছগুলো কোনো জেলের ফিশিং দুর্ঘটনায় ভেসে আসতে পারে বলে জানান এই কর্মকর্তা।

এদিকে, পাটোয়ার টেক সৈকতে একটি মৃত পরপয়েস জাতীয় ডলফিনের মৃতদেহ পাওয়া গেছে। স্থানীয় জেলেদের ধারণা ডলফিনটি ২-৩ দিন আগের মারা গেছে। তবে রোববার সকাল ১০টার দিকে জোয়ারের পানিতে মৃত এ পরপয়েসটা ভেসে উপকূলে এসেছে বলে তাদের মত। জোয়ারের পানি নেমে যাওয়ায় বালুর চরে পড়ে আছে এটার দেহ।

এসজেড/

Exit mobile version