Site icon Jamuna Television

২-১ দিনের মধ্যে ভোজ্যতেলের দাম ১০ টাকা কমে আসবে: বাণিজ্যমন্ত্রী

রংপুরে কথা বলছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

টিসিবির পণ্য বিপণনের এই যুগান্তকারী পদক্ষেপ বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যাপক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, শুল্ক প্রত্যাহার সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। দুই-একদিনের মধ্যে ভোজ্যতেল অন্তত ১০ টাকা কমে বাজারে আসবে। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণে রাখতে পরিবার কার্ডের মাধ্যমে রোববার (২০ মার্চ) দুপুরে রংপুরের কাউনিয়ায় বালাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, সবকিছু নির্ভর করবে আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বমুখীতার ওপর। আজ (২০ মার্চ) প্রথম দিনে কোথাও কোথাও একটুখানি দেরিতে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। তবে অনেক জায়গায় সাড়ে নয়টা থেকে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। দুই একদিনের মধ্যেই সকাল সকাল টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে।

এ সময় মন্ত্রী দাবি করেন, আমরা গত দুই-তিন দিন থেকে দেখেছি, শুল্ক প্রত্যাহারের ঘোষণার পর বাজারে ভোজ্যতেলের দাম যে ঊর্ধ্বমুখী ছিল, তা নিয়ন্ত্রণ হয়েছে। গত ২-১ দিনে ৯ টাকা কমে বাজারে বিক্রি হয়েছেও দাবি করেন তিনি।

আমদান পর্যায়ে পণ্যের ওপর ১৫ ভাগ শুল্ক প্রত্যাহার সংক্রানত গেজেট প্রকাশ করা হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার (১৭ মার্চ) আমদানি পর্যায়ে পণ্যের ওপর ১৫ ভাগ শুল্ক প্রত্যাহার সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এটা চট্টগ্রাম বন্দর দিয়ে এখন যেসব মালামাল জাহাজে করে ঢুকবে সে ক্ষেত্রে প্রযোজ্য হবে। সম্ভবত আজ রোববার খালাস হওয়া শুরু হবে। এই পণ্যটা বাজারে আসলে আমরা কম দামে পাবো।

এসজেড/

Exit mobile version