Site icon Jamuna Television

‘কাশ্মির ফাইলস’ দেখে ফেরার পথে বিজেপি এমপির গাড়িতে বোমা হামলা

ছবি: সংগৃহীত

কাশ্মির ফাইলস সিনেমা দেখে বাড়ি ফেরার পথে ভারতের পশ্চিমবঙ্গের হরিণঘাটায় বিজেপি এমপি জগন্নাথ সরকারের গাড়িতে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে। খবর হিন্দুস্থান টাইমসের।

এ ঘটনার পর পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশ নেই জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, সংসদ সদস্য সুরক্ষিত না হলে নাগরিকরা কীভাবে সুরক্ষিত থাকবেন? বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাব।

গেল সপ্তাহ দু’য়েক আগে জগন্নাথ সরকারকে না জানিয়েই নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্র। এ বিষয়ে ক্ষোভ প্রকাশও করেছিলেন রানাঘাটের বিজেপির এই সংসদ সদস্য।

হামলার বিষয়ে বিজেপি সংসদ সদস্য বলেন, সিনেমা দেখে বাড়ি ফেরার পথে শিমুলতলা ক্রস করার সময় এ ঘটনা ঘটে। আমি নিশ্চিত, গাড়ি লক্ষ্য করে বোমা মারা হয়েছিল। গাড়ির গতি বেশি থাকার জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছে। বিরোধী বলতে রাজ্যে তৃণমূল ছাড়া অন্য কেউ মারবে বলে আমার মনে হয় না।

জানা গেছে, কল্যাণীর একটি সিনেমা হলে ‌‌কাশ্মির ফাইলস দেখতে গিয়েছিলেন বিজেপির এই এমপি। সঙ্গে ছিলেন দলের কর্মীরাও। সিনেমা দেখে ফেরার পথে হামলার মুখে পড়েন তিনি। তবে গাড়ির গতি বেশি থাকায় বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়। এই ঘটনার প্রতিবাদে রাতে রানাঘাটে পথ অবরোধ করে বিক্ষোভ করেন বিজেপি কর্মী-সমর্থকরা।

ইউএইচ/

Exit mobile version