Site icon Jamuna Television

তানজানিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত অন্তত ২২

আফ্রিকার দেশ তানজানিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২২ জন। শনিবারের (১৯ মার্চ) এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩৮ জন।

আঞ্চলিক পুলিশ প্রধান জানান, মেলেলা কিবাওনি এলাকায় হয় এই দুর্ঘটনা। একটি মোটরবাইককে ওভারটেক করতে গিয়ে লেন ছেড়ে যায় পণ্যবাহী ট্রাকটি। এসময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সাথে হয় মুখোমুখি সংঘর্ষ। হতাহতদের বেশিরভাগই ছিলেন বাসের আরোহী।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আলজাজিরা আশঙ্কা করছে, এ দুর্ঘটনায় প্রাণহানি আরও বাড়তে পারে।

প্রসঙ্গত, গত সোমবারও দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় হওয়া সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ৪ জন।

/এডব্লিউ

Exit mobile version