Site icon Jamuna Television

বোলিংয়ে এসেই ডি কককে ফেরালেন সাকিব

ছবি: সংগৃহীত

মেহেদি মিরাজের বলে ইয়ানেমান মালান সাজঘরে ফিরে যাওয়ার পর বোলিং আক্রমণে এসেই মাঠে ঝড় তোলা কুইন্টন ডি কককে আউট করেছেন সাকিব আল হাসান। দুই ওপেনারের উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করা দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১১৬ রান।

সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম ম্যাচে নতুন বলের সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে পারেননি তাসকিন ও শরিফুল। দলকে সাফল্য এনে দিতে পারছেন না কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানও। সেই সুযোগ অবশ্য ডি কক দেননি আজ। শুরু থেকেই টাইগার বোলারদের ওপর চড়াও হয়ে ২৬ বলে তুলে নিয়েছেন অর্ধশতক। মেহেদি মিরাজের বলে অপর ওপেনার ইয়ানেমান মালান বোল্ড হন ব্যক্তিগত ২৬ রানে; আর এতেই ভাঙে প্রোটিয়াদের ৮৬ রানের জুটি। ১২.৩ ওভারে এই রানে বাংলাদেশের জন্য ম্যাচে ফেরা অনেকটাই কঠিন করে দেয় দুই ওপেনার।

তবে সাকিব আল হাসানের বলে কাউ কর্নার দিয়ে উড়িয়ে মারতে গিয়ে আফিফ হোসেনের দারুণ ক্যাচে কুইন্টন ডি কক ফিরে গেলে কিছুটা হলেও আশা জাগায় টাইগাররা। ৯ চার ও ২ ছয়ের সাহায্যে ৪১ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হয়েছেন ডি কক। ক্রিজে এখন আছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা ও কাইল ভেরাইন্না। জয়ের জন্য এখনো ১৮০ বলে ৭৯ রান করতে হবে দক্ষিণ আফ্রিকাকে।

আরও পড়ুন: ভিসা জটিলতায় আইপিএল খেলতে যেতে পারছেন না মঈন আলি

এম ই/

Exit mobile version