রাশিয়ায় কার্যক্রম বন্ধের ঘোষণা দিলো জনপ্রিয় ফুড জায়ান্ট নেসলে। শনিবার (১৯ মার্চ) এক বিবৃতিতে নেসলের পক্ষ থেকে জানানো হয়েছে, অতি প্রয়োজনীয় উপাদান ছাড়া স্থগিত করবে রাশিয়া থেকে সব খাদ্যপণ্যের আমদানি-রফতানি। তবে বহাল থাকবে রাশিয়ায় কর্মরতদের চাকরি, এমনকি তাদের নিয়মিত দেয়া হবে বেতন-বোনাস। তবে রাশিয়ায় নতুনভাবে কোনো বিনিয়োগ বা বিজ্ঞাপনের অর্থ দেবে না বলে জানিয়েছে বহুজাতিক প্রতিষ্ঠানটি।
এর একদিন আগেই, সুইজারল্যান্ডের পার্লামেন্টে দেয়া ভাষণে নেসলের ‘গুড ফুড, গুড লাইফ’ স্লোগানের ব্যাপক সমালোচনা করেন ভোলোদেমির জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ায় চলছে রমরমা ব্যবসা, আর তার দেশে না খেয়ে মারা যাচ্ছে শিশুরা।
এদিকে, রুশ আগ্রাসনের মোক্ষম জবাব দিতে দেশটিতে অ্যালুমনিয়াম রফতানি করা হবে না বলে ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। আর পোলিশ প্রধানমন্ত্রী গোটা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নকে।
/এডব্লিউ

