Site icon Jamuna Television

শীতলক্ষ্যায় লঞ্চ ডুবিয়ে দেয়া সেই কার্গোটি জব্দ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় দায়ী কার্গো জাহাজ এমভি রূপসী-৯ জব্দ করেছে নৌ পুলিশ। রোববার বিকেলে মুন্সিগঞ্জের হোসেনদিবাদ এলাকার একটি ডকইয়ার্ড থেকে কার্গোটিকে জব্দ করা হয়েছে। তবে কার্গোর মাস্টার, সুকানিসহ সবাই পালিয়ে গেছেন।

রোববার দুপুরে দ্রুতগামী কার্গো জাহাজটি ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয় যাত্রীবাহী লঞ্চ এমএল আশরাফ উদ্দিনকে। লঞ্চটিকে প্রায় ৫০ মিটার পর্যন্ত ধাক্কা দিয়ে নিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আরো ১৫/১৬ জনের বেশি যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, ডুবে যাওয়া লঞ্চ থেকে বেঁচে ফেরা কয়েকজন যাত্রী জানান, কার্গো জাহাজ ২-৩ হাত দূরে থাকা অবস্থায় কয়েকজন চালকের কাছে ছুটে যাই। তাকে বলি কার্গো জাহাজটি লঞ্চের কাছাকাছি এসে পড়েছে। কিন্তু সে বেপরোয়াভাবে বলে কিছুই হবে না। তারপর আমরা লঞ্চ থেকে ঝাঁপ দিই। ৩০-৪০ সেকেন্ড ধরে কার্গোটি লঞ্চটিকে ঠেলে নিয়ে যায়। তার কথা শুনলে আমরাও তলিয়ে যেতাম।

অপরদিকে, কার্গোটি লঞ্চের উদ্দেশে কোনো ধরনের হর্ন দেয়নি। লঞ্চটিকে ধাক্কা দেয়ার পর সেটি হর্ন বাজাতে থাকে। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


Exit mobile version