Site icon Jamuna Television

ভারত সফরে গেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল

৩ দিনের ভারত সফরে গেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে সকাল ১০টায় শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হন তারা।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে আওয়ামী লীগের এই প্রতিনিধি দলটি ২৪ এপ্রিল পর্যন্ত অবস্থান করবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লোকসভার স্পিকারের সাথে সাক্ষাৎ এবং ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দের সাথে বৈঠক করবে আওয়ামী লীগের প্রতিনিধি দল।

গতকাল এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানান, সফরে তিস্তা চুক্তিসহ দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসবে। সফরের সাথে আসন্ন সংসদ নির্বাচনের কোন সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি।

Exit mobile version