Site icon Jamuna Television

‘বন্দুকযুদ্ধে’ শিশু ধর্ষণ মামলার আসামি নিহত

পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে সাতক্ষীরার কলারোয়ায় শিশু ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছে। শনিবার গভীর রাতে হিজলদী গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার বিকেলে বোয়ালিয়া গ্রামে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়।

গভীর রাতে হিজলদী গ্রামে প্রধান অভিযুক্ত সোহাগকে ধরতে অভিযানে গেলে পুলিশের ওপর হামলা চালায় সে। পুলিশের দাবি, জবাবে গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হয় সোহাগ। এসময় আহত হয় পুলিশের দুই সদস্য। ঘটনাস্থল থেকে ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়।

এদিকে গুরুতর অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে ধর্ষণের শিকার শিশুটি। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Exit mobile version