Site icon Jamuna Television

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে নৌ চলাচল ব্যাহত

ফেরি স্বল্পতা, মূল চ্যানেলে পানি কমে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পারাপার ব্যাহত হচ্ছে। গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।

তার ওপর ঘাটের ‘সিরিয়াল বাণিজ্য’ ভোগান্তির মাত্রা বাড়িয়েছে কয়েকগুণ। ঘাট সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে চলাচলকারী ১৯টি ফেরির মধ্যে ৫টি ডকইয়ার্ডে মেরামত হচ্ছে।

বাকি ১৪টি ফেরি চলাচল করলেও, পুরাতন হওয়ায় বেশির ভাগই জীর্ণ দশায়। নাব্য সংকট কাটাতে এরই মধ্যে ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

/কিউএস

Exit mobile version