Site icon Jamuna Television

চট্টগ্রামে ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ৫

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের লোহাগাড়ার ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। সোমবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। প্রাইভেট কারটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। নিহতদের মধ্যে হারুনুর রশিদ ও সাইদুল নামে দু’জনের পরিচয় পাওয়া গেলেও বাকিদের পরিচয় জানা যায়নি। হারুন ও সাইদের বাড়ি লোহাগাড়া উপজেলায়।

পুলিশ জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের পর চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গুরুতর আরও একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
আরও পড়ুন: গাজীপুরে স্ত্রী-সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা
ইউএইচ/

Exit mobile version