Site icon Jamuna Television

কাতারের সাথে জ্বালানি চুক্তি করলো জার্মানি

কাতারের আমির ও জার্মান অর্থমন্ত্রীর উপস্থিতিতে এ চুক্তি সম্পাদিত হয়েছে

রাশিয়ার সাথে বিবাদের জেরে এবার কাতারের সাথে জ্বালানি চুক্তি করলো জার্মানি।

রোববার (২০ মার্চ) দুই দেশের মধ্যে এ চুক্তি সম্পাদিত হয়। চুক্তি স্বাক্ষরের সময় কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি এবং জার্মান অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক উপস্থিত ছিলেন। চুক্তিতে বলা হয়, দীর্ঘ মেয়াদে জার্মানিকে জ্বালানি সরবরাহ করবে কাতার। মূলত, রাশিয়ার ওপর থেকে জ্বালানি নির্ভরতা কমাতেই এ চুক্তি।

এর আগে, ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে মস্কোর ওপর নিষেধাজ্ঞা দেয় জার্মানিসহ পশ্চিমা দেশগুলো। ফলে গ্যাস সঙ্কটে পড়ে জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশ।

প্রসঙ্গত, জার্মানির মোট গ্যাসের প্রায় অর্ধেক সরবরাহ করা হয় রাশিয়া থেকে।

/এসএইচ

Exit mobile version