Site icon Jamuna Television

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৭ দিনের কর্মসূচি বিএনপির

বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির কথা জানান।

এর কিছুক্ষণ পর বাড্ডা থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

রিজভী ঘোষিত কর্মসূচির মধ্যে মহানগর উত্তরের বিক্ষোভই ছিল প্রথম কর্মসূচি।

এ ছাড়া খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, ২৫ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকাসহ সারা দেশে মানববন্ধন, ২৬ এপ্রিল ছাত্রদলের বিক্ষোভ, ২৭ এপ্রিল শুক্রবার বাদজুমা খালেদা জিয়ার কারা ও রোগ মুক্তির জন্য মিলাদ মাহফিল, ২৮ এপ্রিল যুবদলের বিক্ষোভ, ২৯ এপ্রিল স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ এবং ১ মে শ্রমিক দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক দলের সমাবেশ করা হবে।

Exit mobile version