Site icon Jamuna Television

ছাগলের মাংস রান্না করে দিচ্ছে না বউ, পুলিশ ডাকলেন স্বামী

ছবি: সংগৃহীত

শখ ছিল ছাগলের মাংস খাওয়ার। তবে রান্না করতে রাজি হচ্ছিল না স্ত্রী। মদ্যপ স্বামীর ধারণা তার প্রতি অন্যায় হয়েছে। তাই সুবিচার চেয়ে স্ত্রীর নামে পুলিশে অভিযোগ জানালেন স্বামী। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদে তেলঙ্গানার চেরলা গোয়ারাম গ্রামে। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটেছে। ওই দিন রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে ছাগলের মাংস রান্না করার নির্দেশ দেন নবীন। তবে মদ খেয়ে ঘরে ফেরায় মাংস রান্না করবে না বলে জানায় স্ত্রী। তারপরই নবীন পুলিশকে ফোন করেন। প্রায় ছয়বার পুলিশকে ফোন করেন স্ত্রীর নামে অভিযোগ জানাতে।

বিষয়টিকে প্রথমে মজা হিসেবে ধরে নিলেও একাধিকবার ফোন আসায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে রাতে নবীনের বাড়িতে পুলিশ যায়। তবে রাতে নবীনের বাড়িতে পৌঁছালে তাকে মদ্যপ দেখে ফিরে আসে পুলিশ। পরে শনিবার সকালে তার বাড়ি থেকে নবীনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জনসাধারণকে বিরক্ত করা এবং উপদ্রব করার জন্য মামলা করা হয়। পরে পুলিশ তাকে সতর্ক করে ছেড়ে দিয়েছে।
আরও পড়ুন: পুতিনের সঙ্গে সমঝোতায় প্রস্তুত, ব্যর্থ হলে তৃতীয় বিশ্বযুদ্ধ: জেলেনস্কি
ইউএইচ/

Exit mobile version