Site icon Jamuna Television

‘আরও টিকা লাগলে যুক্তরাষ্ট্র দেবে’

ভবিষ্যতে আরও করোনা টিকা লাগলে যুক্তরাষ্ট্র তা দেবে বলে আশ্বাস দিয়েছেন মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

সোমবার (২১ মার্চ) সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি একথা জানান। এসময় মার্কিন আন্ডার সেক্রেটারি আরও বলেন, করোনা প্রতিরোধে বাংলাদেশের সহযোগী হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। টিকাদানসহ বিভিন্ন খাতে বাংলাদেশ উন্নতি করেছে।

ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, গ্রামীণ পর্যায়ে করোনা টিকা কার্যক্রম চালানো সহজ ছিল না। তা সত্ত্বেও তৃণমূলে ভ্যাকসিন দিতে সফল হয়েছে বাংলাদেশ। এসময় নুল্যান্ডের সাথে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় তিনি আশা করেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে।

/এডব্লিউ

Exit mobile version