Site icon Jamuna Television

ছেলেকে দুপুরে খাবার দিতে গিয়ে ট্রাক চাপায় নিহত অবসরপ্রাপ্ত সেনাসদস্য

ঘাতক ট্রাক ও নিহত সাবেক সেনা সদস্যের মোটরসাইকেল।

মুন্সগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের শ্রীনগরে ট্রাক চাপায় মুক্তার হোসেন (৪২) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। নিহত মুক্তার কামারগাও এলাকার রাজ্জাক বেপারীর ছেলে। তিনি মাদরাসায় পড়ুয়া ছেলেকে দুপুরের খাবার দিতে যাওয়ার পথেই ট্রাক চাপায় মারা যান তিনি।

সোমবার (২১ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার কামারগাঁও এলাকায় শ্রীনগর-দোহার সড়কের এ দুর্ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুক্তার তার ছেলে ওয়াসিমকে দুপুরের খাবার দেয়ার জন্য বাড়ি থেকে মোটরসাইকেল যোগে স্থানীয় উত্তর কামারগাঁও বায়তুন নুর হাফিজিয়া মাদরাসার অভিমুখে যাচ্ছিলেন। পথে কামারগাঁও এলাকায় দোহার থেকে শ্রীনগরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মুক্তার। এসময় স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করেছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। নিহতের মরদেহ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

এসজেড/

Exit mobile version