Site icon Jamuna Television

রোহিঙ্গাদের দেশে ফেরাতে মিয়ানমারকে চাপে রাখবে সৌদি

সৌদি আরবে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কোনো রোহিঙ্গা থাকলে তদন্ত সাপেক্ষে তাদের ফিরিয়ে আনবে সরকার। এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দাহিলান বলেন, মানবিক সহায়তার পাশাপাশি সৌদি আরব থেকে দেশে ফেরাতে মিয়ানমারকে চাপে রাখার আশ্বাস দেন রাষ্ট্রদূত।

সোমবার (২‌১ মার্চ) দুপুরে সৌদি দূতাবাসে এক অনুষ্ঠানে একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যাবাসন ছাড়া এর টেকসই কোনো সমাধান নেই। এমন সংকটে বাংলাদেশের পাশে থাকায় সৌদি আরবকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এসময় সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের জন্য ৩শ ঘর নির্মাণ করে দিয়েছে সৌদি আরব। এসব বাড়ি তৈরির পাশাপাশি রোহিঙ্গাদের খাবার সরবরাহেও সহায়তায় অব্যাহত থাকবে সৌদি আরব।

/এডব্লিউ

Exit mobile version