Site icon Jamuna Television

রুশ কেন্দ্রীয় ব্যাংকের ২৪ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করেছে ফ্রান্স

ছবি: সংগৃহীত

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ২৪ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করেছে ফ্রান্স। খবর ফার্স্ট পোস্টের।

এক বিবৃতিতে এই তথ্য দেন ফরাসী অর্থমন্ত্রী ব্রুনো ল্য মেয়ার। সেই সাথে বিভিন্ন রুশ ধনকুবেরদের অ্যাকাউন্ট এবং সম্পত্তিও জব্দ করা হয়েছে। ফরাসী অর্থমন্ত্রী বলেন, এসব ধনকুবেরদের প্রায় ৯২০ মিলিয়ন ডলার মূল্যের তহবিলও জব্দ করা হয়েছে। এর মধ্যে ফ্রান্সের রিয়েল স্টেট খাতে রুশ ব্যবসায়ীদের বিনিয়োগ করা প্রায় ৫৪০ মিলিয়ন ডলার রয়েছে।

ছবি: সংগৃহীত

ব্যাংকে থাকা অর্থ ছাড়াও এসব ধনকুবেরদের বিলাসবহুল জাহাজ এবং অ্যাপার্টমেন্টও রয়েছে জব্দকৃত সম্পদের তালিকায়। এদিকে, রাশিয়ার সাথে বাণিজ্য বন্ধ করতে ইউরোপের সব দেশকে অনুরোধ করেছেন জেলেনস্কি।

আরও পড়ুন: ইহুদিদের রক্ষায় এগিয়ে আসুন, ইসরায়েলের প্রতি জেলেনস্কি

এম ই/

Exit mobile version