Site icon Jamuna Television

নিজ দেশে ফিরে যাও, রুশ বাহিনীর সামনেই ইউক্রেনীয়দের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

খেরসন শহরের ইউক্রেনীয়রা দুটি রুশ সাঁজোয়া যানকে আটকে দিয়ে ভেতরে থাকা সেনাদের উদ্দেশে বিক্ষোভ প্রদর্শন করে বলে, নিজ দেশে ফিরে যাও। খবর স্কাই নিউজের।

রোববার (২০ মার্চ) সকাল থেকে খেরসনের বিভিন্ন স্থানে রুশ বিরোধী আন্দোলন-সমাবেশ চলে। বিক্ষোভকারীরা ইউক্রেনের পতাকা নিয়ে র‍্যালি করছিল। এ সময় টহলরত দুটি রুশ সামরিক যান আন্দোলনরতদের সামনে চলে আসলে বিক্ষোভ করেন উপস্থিত বেসামরিক নাগরিকরা। রুশ সেনাদের ইউক্রেন ছাড়ার স্লোগান দেন তারা। বিক্ষোভের মুখে এক পর্যায়ে পিছু হঠতে বাধ্য হয় সামরিক ট্রাক দুটি। পরে ফিরে যায় সামরিক ব্যারাকে।

রয়টার্সের প্রচারকৃত একটি ভিডিওতে দেখা যায়, রুশ সামরিক যান দুটিকে লক্ষ্য করে উশাকোভা অ্যাভিনিউ পর্যন্ত তেড়ে যায় বিক্ষোভকারীরা। সামরিক যান দুটি এ অবস্থায় পথ পাল্টে সেই এলাকা ত্যাগ করে। স্যাটেলাইট ইমেজের সাথে রয়টার্সের ভিডিওর পথঘাট এবং দোকানের মিল পাওয়া গেছে।

আরও পড়ুন: ওয়াশিংটনে উবার চালাচ্ছেন সাবেক আফগান অর্থমন্ত্রী

এম ই/

Exit mobile version