Site icon Jamuna Television

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী

ছবি: সংগৃহীত।

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় তেলেগু অভিনেত্রী গায়ত্রী। সোশ্যাল মিডিয়ায় ডলি ডি ক্রুজ নামেই জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। মধ্যরাতে বাড়িতে ফেরার সময়ই হায়দ্রাবাদের গাছিবোলি অঞ্চলে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন তিনি। ঘটনাস্থলেই প্রাণ যায় তার। এ ঘটনায় ওই গাড়িতে থাকা গায়ত্রীর আরেক বন্ধু ও একজন পথচারী নারীরও মৃত্যু হয়েছে। খবর জি নিউজের।

জানা গেছে, গত শুক্রবার (১৮ মার্চ) রাঠোর নামের এক বন্ধুর সাথে মধ্যরাতে বাড়ি ফিরছিলেন ২৬ বছর বয়সী এই অভিনেত্রী। গাড়ি চালাচ্ছিলেন গায়ত্রীর বন্ধুই। ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে। সেখানেই উল্টে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলে প্রাণ হারান গায়ত্রী।

রাঠোর ও গায়ত্রীকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক অভিনেত্রীকে মৃত ঘোষণা করেন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাঠোরও। এই দুর্ঘটনায় মারা গেছেন ৩৮ বছর বয়সী পথচারী আরেক নারী। ওই সময় দুর্ঘটনাস্থল দিয়েই যাচ্ছিলেন তিনি। গাড়িটি উলটে গিয়ে তার ওপর পড়লে সেখানেই মৃত্যু হয় তার।

এ দিকে, গায়ত্রীর এমন আকস্মিক মৃত্যুতে শোকাচ্ছন্ন তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি। তার মৃত্যুতে মেনে নিতে পারছেন না পরিবার ও অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ এ ঘটনায় শোক প্রকাশ করছেন। তেলুগু ওয়েব সিরিজ ‘ম্যাডাম স্যার ম্যাডাম আন্থে’র মাধ্যমেই জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। অসংখ্য শর্ট ফিল্মে অভিনয় করেন গায়ত্রী।

এসজেড/

Exit mobile version