Site icon Jamuna Television

লকডাউনের আওতায় চীনের ৪৫ লাখ মানুষ

ছবি: সংগৃহীত

চীনের জিলিন শহরে ৪৫ লাখ মানুষ পড়লো লকডাউনের আওতায়। সোমবার (২১ মার্চ) থেকে তিনদিনের জন্য কার্যকর হয়েছে সরকারি এই সিদ্ধান্ত।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয় সাড়ে ৪ হাজারের বেশি সংক্রমণ। এর দুই-তৃতীয়াংশই মিলেছে জিলিন প্রদেশে। এর কাছেই অবস্থিত রাশিয়া ও উত্তর কোরিয়ার সীমান্ত। নতুনভাবে করোনা বিস্তার লাভ করায় কড়াকড়ি আরোপ করতে বাধ্য হয়েছে চীন সরকার। এর মাঝেই, তিন দফা গণ নমুনা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে জিলিনের শহরবাসীকে। সেই সাথে থাকবে চলাচলের ওপর কঠোর বিধিনিষেধও।

সম্প্রতি, চীনের কয়েকটি শহরে ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে ব্যাপকহারে ছড়িয়েছে করোনা। শনিবার (১৯ মার্চ) এক বছরের মধ্যে করোনায় দু’জনের মৃত্যু লিপিবদ্ধ করে চীন। তারা জিলিনের বাসিন্দা। যার ফলে, মহামারিতে দেশটির মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৪ হাজার ৬৩৮ জনে।

আরও পড়ুন: ১৩৩ যাত্রী নিয়ে চীনা বিমান বিধ্বস্ত

এম ই/

Exit mobile version