Site icon Jamuna Television

দুর্ধর্ষ চেচেন সেনারা যা করছে ইউক্রেনে

রাশিয়ার হয়ে মারিওপোলে যুদ্ধে নেমেছে দুর্ধর্ষ চেচেন বাহিনীর সেনারা। প্রতিটি সড়কেই মহড়ার পাশাপাশি চালাচ্ছে স্থল অভিযান।

যুদ্ধে সেনাদের বিশেষ অভিযানের একটি ভিডিও পোস্ট করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিনের মিত্র হিসেবে পরিচিত চেচেন নেতা রমজান কাদিরভ। এতে দেখা যায়, শহরের আবাসিক এলাকায় ইউক্রেন সেনাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যোদ্ধারা। গোলার পাশাপাশি মুহুর্মুহু গুলি চালাতে দেখা যায় তাদের।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর সেখানে সেনা পাঠানোর ঘোষণা দেয় চেচনিয়া। তারই অংশ হিসেবে প্রায় ১ হাজার যোদ্ধা ইউক্রেনে পাঠানো হয়েছে।

এর আগে ২০১৪ সালে ক্রাইমিয়া দখলের সময়ও রুশ সেনাদের সাথে অভিযানে অংশ নেয় চেচেন যোদ্ধারা।

/এডব্লিউ

Exit mobile version