Iran’s Foreign Minister Mohammad Javad Zarif
পরমাণু চুক্তি লঙ্ঘন করলে মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকে। পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে কিম-ট্রাম্প শান্তি আলোচনায় অগ্রগতির মধ্যেই এ হুঁশিয়ারি দিলো ইরান।
শনিবার নিউইয়র্কের সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেন, চুক্তির শর্তপূরণে আগেই ব্যর্থ যুক্তরাষ্ট্র। এখন চুক্তিবদ্ধ অন্য দেশগুলোকে প্রভাবিত করার চেষ্টা করছে, তারা। হুঁশিয়ারি দেন ইরানের সাথে ছয় পরাশক্তির চুক্তি লঙ্ঘন হলে বিপজ্জনক বার্তা পাবে বিশ্ব। এরফলে ওয়াশিংটনের সাথে কোনো দেশই ভবিষ্যতে আলোচনায় আস্থা রাখতে পারবে না। তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে কিনা সে ব্যাপারে আগামী ১২ মে সিদ্ধান্ত জানাবে ট্রাম্প প্রশাসন।
Leave a reply