Site icon Jamuna Television

বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে এখনও নীরব চীন

চীনে ১৩২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় কতোজন হতাহত হয়েছে এখন পর্যন্ত তার কিছুই জানায়নি বেইজিং।

স্থানীয় সময় সোমবার (২১ মার্চ) দুপুরে গুয়াংশি প্রদেশের পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের বিমানটি। এর পরপরই শুরু হয় উদ্ধার অভিযান।

ভিডিও ফুটেজে দেখা যায়, উদ্ধারকর্মীরা পাহাড়ি এলাকা থেকে বিমানের টুকরোগুলো উদ্ধার করছেন। তবে এখনও কোনো মরদেহের সন্ধান মিলেছে কিনা তা নিশ্চিত করা হয়নি। যদিও ৯ ক্রুসহ ১৩২ আরোহীর কারোই বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বিমানটিতে কোনো বিদেশি নাগরিক ছিল না বলে নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। এরই মধ্যে দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

/এডব্লিউ

Exit mobile version