Site icon Jamuna Television

কুমারখালিতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

রাজশাহী ব্যুরো:

কুষ্টিয়ার কুমারখালিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারী নিহত হয়েছেন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গড়াই নদীর রেলসেতুর নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরে ওই অজ্ঞাত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার (ওসি) মনজের আলী জানান, খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটি সকালে যাচ্ছিল। এমন সময় গড়াই নদীর রেলসেতুতে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে সেতুর নিচে পড়ে ওই নারীর মৃত্যু হয়। তবে তার নাম পরিচয় এখনও জানা যায়নি। নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে জেলায় গত ৫ দিনে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হলো।

ইউএইচ/

Exit mobile version