Site icon Jamuna Television

রুশ আগ্রাসনের শিকার প্রায় ৪ হাজার বেসামরিক বাড়ি-স্থাপনা

ছবি: সংগৃহীত

রুশ আগ্রাসনের শিকার হয়েছে ইউক্রেনের সাড়ে ৪ হাজারের মতো বেসামরিক ঘরবাড়ি ও স্থাপনা। যার মাঝে, ৬৫১টি পুরোপুরি বিধ্বস্ত। গ্লোবাল কনফ্লিক্ট ট্র্যাকার প্রকাশ করেছে এই তথ্য।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গেলো ২৪ ঘণ্টায় আকাশপথে তৎপরতা বাড়িয়েছে রুশ বাহিনী। তবে, রুশ বাহিনীর নয়টি হামলা নস্যাৎ করা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ প্রশাসন। তাতে একটি যুদ্ধবিমান, দুটি হেলিকপ্টার এবং ৬টি ড্রোন বিধ্বস্ত হয়েছে বলেও দাবি করেছে কিয়েভ। সেই সাথে, শোনা গেছে সামি শহরে ৩০০ রুশ সেনা প্রাণ হারিয়েছেন। তবে নিশ্চিত করা যায়নি এই তথ্যের সত্যতা।

ছবি: সংগৃহীত

জানানো হয়েছে, সোমবার (২১ মার্চ) ইউক্রেন পদাতিক বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে রাশিয়ার ১৪টি ট্যাংক ধ্বংস হয়েছে। এছাড়া, বিভিন্ন শহরে ঠেকানো হয়েছে ১৩টি অভিযান। মার্কিন গোয়েন্দা তথ্য অনুসারে, ফুরিয়ে আসছে ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের রসদ, যা দিয়ে আর মাত্র তিন দিন চালানো যাবে। সে কারণে রাশিয়া থেকে পাঠানো হচ্ছে বাড়তি সেনাবহর আর রসদ।

আরও পড়ুন: অস্ত্রবিরতির বিনিময়ে ন্যাটোতে না যাওয়ার অঙ্গীকারে রাজি জেলেনস্কি

এম ই/

Exit mobile version