Site icon Jamuna Television

ভুল প্যাকেট খোলায় আগামীকালের ভূগোল পরীক্ষা স্থগিত

চলতি এইচএসসিতে আগামীকাল সোমবার অনুষ্ঠেয় ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ রোববার নেত্রকোনার দুর্গাপুরের একটি কেন্দ্রে কালকের পরীক্ষার প্রশ্নপত্র ভুল করে কেন্দ্রে নিয়ে প্যাকেট খুলে ফেলায় পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি জানান, নতুন করে প্রশ্নপত্র ছাপিয়ে আগামী ১৪ মে এই বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। প্রশ্নপত্র ফাঁসরোধে এবার সব সেট প্রশ্নপত্র কেন্দ্রে নেয়া হয়। এরপর সব পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশের পর পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে কোন সেট প্রশ্নপত্রে পরীক্ষা হবে তা নির্ধারণ করা হয়।

ভুল করে কিছু কেন্দ্রে নির্ধারিত সেটের বাইরে ভিন্ন সেটে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। ২ এপ্রিল থেকে সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

Exit mobile version