Site icon Jamuna Television

পুঁজিবাজারে সার্কিট ব্রেকার তুলে নেয়ার কোনো আলোচনাই হয়নি: বিসেক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরই বড় দর ধরনের দরপতন হয় পুঁজিবাজারে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে। তাই পতন ঠেকাতে শেয়ার বাজারে সার্কিট ব্রেকার দেয়াসহ বেশ কয়েকটি উদ্যোগ নেয় নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিসেক। এতে কিছুটা ঘুরে দাড়ায় পুঁজিবাজার। তবে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থেই সার্কিট ব্রেকার দেয়া হয়েছে উল্লেখ করে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছ, এটি তুলে নেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

রোববার (২০ ফেব্রুয়ারি) সার্কিট ব্রেকার তুলে নেয়ার গুজব ছড়িয়ে পড়ে। এ খবরে আতঙ্কে শেয়ার বিক্রি করে দেয় অনেকে। ফলে আবারও দরপতন ঘটে। যদিও নিয়ন্ত্রক সংস্থা বলছে, সার্কিট ব্রেকার তুলে নেয়ার বিষয়ে কোন আলোচনাই হয়নি। বিএসইসি এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী বলেন, সুবিধা নিতে একটি চক্র গুজব ছড়াচ্ছে। বিভ্রান্তিকর তথ্য দিলে ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের গুজবে কান না দেয়ার আহ্বানও জানান তিনি।

এসজেড/

Exit mobile version