Site icon Jamuna Television

‘বিএনপি এমন ইসি চায়, যারা তাদের ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা দেবে’

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

বিএনপি এমন একটি নির্বাচন কমিশন (ইসি) চায়, যারা তাদের ক্ষমতায় নিয়ে যাওয়ার নিশ্চয়তা দেবে; এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আওয়ামী লীগ চায় অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু কারা অংশগ্রহণ করবে, আর কারা করবে না সেটা তাদের বিষয়।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক কর্মশালায় তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

বিএনপি নির্বাচন ভীতিতে আক্রান্ত উল্লেখ করে ড. হাছান মাহমুদ এ সময় বলেন, গত ১৩ বছরে দেশে যে উন্নতি হয়েছে, তা না দেখে বিএনপি ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে। বিএনপি যেভাবে অগ্নি-সন্ত্রাস করেছে, মানুষ পুড়িয়ে মেরেছে, এজন্য তাদের বিচার হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

/এমএন

Exit mobile version