Site icon Jamuna Television

নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে পিকআপ ভ্যান চাপায় শিক্ষক ও শিক্ষার্থী নিহত, তদন্ত কমিটি গঠন

ফাইল ছবি।

মানিকগঞ্জের শিবালয়ে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে পিকআপ ভ্যান চাপায় শিক্ষার্থী ও শিক্ষক নিহতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমটি গঠন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২২ মার্চ) অতিরিক্ত জেলা প্রশাসক শুক্লা সরকারকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়। মানিকগঞ্জ জেলা প্রশাসক আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটিকে আগামী সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই কমিটিতে জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ সুপারের একজন সদস্য রয়েছে।

এর আগে, সোমবার (২১ মার্চ) সকালে মানিকগঞ্জের শিবালয়ের আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলের ভেতরে ঠিকাদারি প্রতিষ্ঠানের ট্টাক চাপায় শিক্ষকসহ এক শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় আহত হয় আরও ৬ জন। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

এসজেড/

Exit mobile version