Site icon Jamuna Television

কুয়াকাটা সৈকতে মিললো বৃহৎ ২ সামুদ্রিক কচ্ছপের মরদেহ

ভেসে আসা মৃত দুই কচ্ছপের মরদেহ।

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী:

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে দু’টি বৃহৎ সামুদ্রিক মৃত কচ্ছপ। ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে মারা যাওয়ায় এগুলোর শরীরে পচন ধরেছে। এর একটির ওজন ২৫ কেজি এবং অপরটির ২০ কেজি হতে পারে বলে প্রত্যক্ষদর্শীদের ধারণা।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে কুয়াকাটার সৈকতের ফরেস্ট অফিস সংলগ্ন ও গঙ্গামতি বালুচরে জলপাই রঙের কচ্ছপ দু’টি আটকা পড়ে। কুয়াকাটায় ভ্রমণে আসা পর্যটকরা মোটরসাইকেলে করে সৈকতে ঘুরতে গিয়ে মৃত কচ্ছপ দু’টি দেখতে পায়।

স্থানীয় মৎস্য অফিস জানায়, সাধারণত নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ডিম পাড়ার জন্য কচ্ছপ উপকূলে আসে। এ প্রজাতির কচ্ছপ প্রায় পাঁচ ঘণ্টা সমুদ্রের তলদেশে অবস্থান করতে পারে। এরপর শ্বাস নিতে পানির উপরিভাগে উঠলে জালে আটকা পড়ে অনেক সময়। এছাড়া ডিম পেড়ে সাগরে ফিরে যাওয়ার সময়ও বিভিন্ন বণ্য প্রাণীর আক্রমণ কিংবা সৈকতে চলাচল করা বাহনের চাকায় পিষ্ট হয়ে মারা যেতে পারে কচ্ছপগুলো, এমনটি জানিয়েছে মৎস্য অফিস।

এর আগে সোমবার (২১ মার্চ) বিকেলে গঙ্গামতি সৈকতে ভেসে আসে ইরাবতী প্রজাতির
একটি মৃত ডলফিন। মৃত ডলফিনটির পেট কাটা ছিল।

এসজেড

Exit mobile version